২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনা দলের প্রস্তুতির সময় ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের আগমন পরিকল্পনাকে ব্যাহত করেছিল। তবু, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দ্রুত ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ফ্লোরিডা থেকে দল দ্রুত সরিয়ে নেওয়া হয়, যাতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং প্রস্তুতি বিঘ্নিত না হয়। আর্জেন্টিনা দল কলম্বিয়ার বারানকিয়া হয়ে ভেনেজুয়েলার মাতুরিন শহরে পৌঁছায়। মাতুরিনের মনুমেন্তাল স্টেডিয়ামে আজ রাত ৩টায় আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই ম্যাচ আর্জেন্টিনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তারা বাছাইপর্বে তাদের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। দলটির সামনে কেবল ভেনেজুয়েলাকে হারানোই নয়, বরং কঠিন পরিস্থিতির মধ্যেও মানসিক দৃঢ়তা প্রদর্শনের চ্যালেঞ্জ রয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দলের ভেনেজুয়েলায় নিরাপদে পৌঁছানোর বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছে। পোস্টে তারা লিখেছে, ‘চলো উড়ে যাই! আমাদের ভ্রমণপথ: মায়ামি থেকে যাত্রা শুরু, বারানকিয়ায় যাত্রাবিরতি, এবং মাতুরিনে পৌঁছানো।’
ফ্লোরিডা অঙ্গরাজ্যজুড়ে ঘূর্ণিঝড় মিল্টনের সতর্কতা জারির পর আর্জেন্টিনা দলের মায়ামি থেকে ভেনেজুয়েলার উদ্দেশে যাত্রা অনিশ্চয়তায় পড়েছিল। এমনকি ম্যাচটি পিছিয়ে দেওয়ার পরিকল্পনাও চলছিল। তবে মেসি, দি পল, আলভারেজরা ম্যাচ শুরুর কমপক্ষে ২৬ ঘণ্টা আগে নিরাপদে পৌঁছাতে সক্ষম হওয়ায়, আজ রাতেই নির্ধারিত সময়ে খেলা অনুষ্ঠিত হবে।
ভেনেজুয়েলায় পৌঁছানোর আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মঙ্গলবার ভ্রমণের অনুমতি চেয়েছিলাম, কিন্তু হারিকেনের কারণে আমাদের যেতে নিষেধ করা হয়। ফলে বুধবারই যাত্রা করতে হচ্ছে। বৃহস্পতিবার ফ্লোরিডা ছাড়াটা প্রায় অসম্ভব হতো। প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের নিয়ন্ত্রণে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের নিরাপত্তা।’
আর্জেন্টিনা দল শেষ পর্যন্ত নিরাপদে ভেনেজুয়েলায় পৌঁছেছে বটে, তবে কোচ স্কালোনি এ ম্যাচে পূর্ণশক্তির দল বা সেরা একাদশ মাঠে নামাতে পারবেন না।
তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো লিওনেল মেসির ফিরে আসা। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়ার পর এটাই জাতীয় দলের হয়ে মেসির প্রথম ম্যাচ হতে যাচ্ছে।
কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বলেন, ‘মেসি ভালো অবস্থায় আছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সে ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছে। ওকে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে হয়েছিল, এবং আমরা চেয়েছিলাম, জাতীয় দলে ফেরার আগে সে আরও অনেক মিনিট মাঠে কাটাক। এখন সে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে প্রস্তুত।’
আজ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর আগামী বুধবার বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
রক্ষণভাগ: মাকার্স আকুনিয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।
মাঝমাঠ: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ।
0 Comments